দেশের শিক্ষা খাতে এত বেশি পচন ধরেছে যে, মৌলিক জিনিসগুলো ঠিক না করলে সমস্যার সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘ইয়ুথ পার্সপেক্টিভ অন সোশ্যাল প্রগ্রেস’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. ওয়াহিদউদ্দিন বলেন, শিক্ষিত বেকার সমস্যা একটি বড় সমস্যা। শিক্ষায় এত বেশি পচন ধরেছে যে, মৌলিক বিষয়গুলো ঠিক না করলে সমস্যার সমাধান হবে না। তবে নিজেদেরও উদ্যোগ নিতে হবে।
তিনি তরুণ প্রজন্মের গুরুত্ব তুলে ধরে বলেন, যুবসমাজের ভূমিকা এখন জাতির ভবিষ্যৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের যোগ্য ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা ছাড়াও দেশ গঠনের দায়িত্ব নিতে হবে।
ড. মাহমুদ আরও বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্বৈরাচারের পতনের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা করেছে, যেখানে পরিবর্তনের মূল চালিকা শক্তি ছিল তরুণরাই। নারীর বিরুদ্ধে সহিংসতার বিষয়ে শুধু নারীদের নয়, পুরুষদেরও বক্তব্য রাখতে হবে।
তিনি দেশের বিভিন্ন সমস্যা যেমন মধ্যস্বত্বভোগী ও সম্পদ দখল প্রসঙ্গেও মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের অনেক জায়গায় মধ্যস্বত্বভোগীরা আছে। কিন্তু যদি সেখানে সংগঠন ও সামাজিক আন্দোলন থাকত, তাহলে কেউ চর দখল বা হাওর দখল করতে পারত না। যে যেখানে আছে সে সেখান থেকে দায়িত্ব পালন করলে দেশকে ভালোভাবে গড়ে তোলা সম্ভব।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন