নারায়ণগঞ্জের র্যাব-১১ গাজীপুরের পুবাইলের মীরের বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে ৩৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর রাজাবাড়ী কান্দি এলাকার মৃত. আলী আকবরের ছেলে মো. কুদ্দুস (৩৯) ও একই এলাকার কালু মিয়ার ছেলে জুম্মান মিয়া (২৭)।
বুধবার (২৯ অক্টোবর) সকালে র্যাব-১১ সিপিএসসি আদমজীনগরের কোম্পানী কমান্ডার লে. মো. নাঈম উল হক (বিসিজিএম) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃত মো. কুদ্দুস (৩৯) ও মো. জুম্মান মিয়া (২৭) দুই জনই পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার এলাকা দিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য এনে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এরই ধারাবাহিকতায় ২৮ অক্টোবর মঙ্গলবার রাতে বস্তায় করে ৩৮ কেজি গাঁজা নিয়ে ট্রাকযোগে ব্রাহ্মণবাড়িয়া থেকে নরসিংদির পাচদোনা হয়ে কালীগঞ্জ রোড দিয়ে টঙ্গী আসছিল।
এমন সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে গাজীপুরের পূবাইলের মীরের বাজার এলাকায় র্যাব ১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি চৌকশ দল চেকপোস্ট বসিয়ে রাত ৯টা ২৫ মিনিটের দিকে ২টি পাটের বস্তার ভেতর থেকে ৩৮ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ ২ জনকে আটক করা হয়। পরে আটককৃত আসামিদেরকে পূবাইল থানায় হস্তান্তর করা হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন