বহুল প্রত্যাশিত জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা আজই আসতে পারে। এ উদ্দেশ্যে দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ সংবাদ সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ অনেক ঘোষণাও আসবে। এর আগে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
নির্ভরযোগ্য সূত্র জানায়, জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা ছাড়াও আজকের সংবাদ সম্মেলন থেকে জাতীয় নির্বাচনের দিনই গণভোট করার ঘোষণা দেওয়া হতে পারে। এ ছাড়া গণভোট ও জুলাই সনদ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়েকদিন ধরে যে বিরোধ দেখা দিয়েছে, এরও নাটকীয় সমাধান মিলতে পারে আজ। পর্দার আড়ালে এমন আশার আলো দৃশ্যমান হচ্ছে। এমনটিই দাবি করছে সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র।
প্রসঙ্গত, রাষ্ট্র সংস্কারে জুলাই সনদে ৮৪টি প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সংবিধান সংশোধনে রয়েছে ৪৮টি প্রস্তাব। আর এ পর্যন্ত বিএনপি-জামায়াতসহ ২৫টি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। এরপর ২৮ অক্টোবর সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। সুপারিশগুলো তিন ভাগে বাস্তবায়ন হবে। ৯টি নির্বাহী আদেশে, ২৭টি অধ্যাদেশ জারির মাধ্যমে এবং সংবিধান সংশোধন সংক্রান্ত ৪৮টি প্রস্তাব গণভোটের মাধ্যমে বাস্তবায়ন হবে। এ ছাড়াও পরবর্তী সংসদ দুটি দায়িত্ব পালন করবে। প্রথমত, সংবিধান সংস্কার পরিষদ, দ্বিতীয়ত নিয়মিত আইনসভা। সুপারিশে আরও বলা হয়, আগামী সংসদে নির্বাচিত সদস্যরা প্রথম অধিবেশন শুরুর ২৭০ দিনের মধ্যে জুলাই অনুসারে সংবিধান সংশোধন করবেন। এ সময়ের মধ্যে তারা সংবিধান সংশোধনে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে জুলাই সনদের প্রস্তাবগুলো সংবিধানে অন্তর্ভুক্ত হবে। এরপর ৪৫ দিনের মধ্যে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠিত হবে। এক্ষেত্রে কোনো দলের নোট অব ডিসেন্ট (আপত্তি) আমলে নেওয়া হয়নি। সুপারিশে আরও বলা হয়, সনদ বাস্তবায়নে জুলাই গণঅভ্যুত্থানকে ভিত্তি ধরে সরকার একটি আদেশ জারি করবে। আদেশের নাম হবে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫’।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন