ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫

মোশন সিকনেসে আক্রান্ত শেখ হাসিনা: ফারুক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪, ০১:৩২ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা: দ্বিতীয় স্বাধীনতার পরও গণমাধ্যমে দেখতে পাই স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে অস্তিত্ব টিকিয়ে রাখতে তাদের দোসররা হাসিনা সরকারের পক্ষে কথা বলছে। মোশন সিকনেস আক্রান্ত শেখ হাসিনা, বলে জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে রাজনীতি করার সুযোগ করে দেয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যে জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এই হত্যাকান্ডের সাথে শেখ হাসিনা জড়িত ছিলো। ঐতিহাসিক ভাবে নিম্ন আদালতের রায়ের সাজা হাইকোটে কমে কিন্তু কার ইঙ্গিতে সাজা বেড়েছিলো। আ.লীগ সত্যিকার অর্থে স্বাধীনতার পক্ষে থাকতো তাহলে কেন স্বাধীনতা ঘোষনা করলো না?

জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনা কার ওপর ভর করে ১৭ বছর হাজারো মায়ের বুক খালি করেছে। মঈন ইউয়েরও বিচার হবে মাইনাস ওয়ান করার চেষ্টা করেছে তিনি। যারা ২৪ সাল পর্যন্ত সংসদে ছিলো তাদের কেন আইনের আওতায় আনা হলো না।

তিনি বলেন, সময় ক্ষেপন করলে বিগত সরকার প্রশাসনে ঘাপটি মেরে থাকা লোকজন আবার ষড়যন্ত্র শুরু করতে পারে। তারা নতুন করে চাঙ্গা হচ্ছে অশান্তি তৈরি করতে। ঘাপটি মারা লোকদের বের করে না দিলে শান্তিপুর্ন নির্বাচনে বাধার মুখে পড়বে।