‘দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফেরত দেওয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। এ জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে দ্রুত জনগণের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিতে হবে।’
বুধবার (১৪ মে) দুপরে মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলরুমে জেলা বিএনপির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সিদ্ধান্ত নেবে দেশ কোন দিকে এগোবে।’
জাহিদ হোসেন বলেন, ‘বিএনপির সব সময় চিন্তা দেশ ও দেশের জনগণের কথা এবং সংস্কারের কথা। সে জন্যই মানুষের অধিকার বিশ্বাস করে যে দল সেটি হচ্ছে জাতীয়তাবাদী দল।’ তিনি বিএনপির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ‘এ দল মানুষের পাশে থাকে। মানুষকে ফেলে পালিয়ে যায় না।’
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক প্রলোভন সুযোগ সুবিধার প্রস্তাবনা আসার পরেও শতবাধা বিপত্তির মুখেও বাংলাদেশে ছিলেন। তিনি নিজের অসুস্থতাকে গ্রহণ করে ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু কোনো ধরনের নতি স্বীকার করেন নাই। আপস করেন নাই। কাজেই এই সেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল।’
অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘আজকে অনেকে সংস্কারের কথা বলেন। অতীতের দিকে থাকিয়ে দেখেন সংস্কারের দলই হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল। কারণ সংস্কার নিয়ে এ দলের যাত্রা শুরু।’
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপি সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কলিম উদ্দিন আহমদ মিলন, মিফতাহ সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমানসহ অন্যন্যরা।
অনুষ্ঠাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। এছাড়া জেলা সদস্যসহ বিভিন্ন উপজেলা থেকে আসা ইউনিট কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :