ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫

সামাজিক মাধ্যমে শিবিরের নামে অপপ্রচার চলছে : সিবগাতুল্লাহ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১১:৫৬ পিএম
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। ছবি- সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামী ছাত্রশিবিরের নাম ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র উদ্দেশ্যমূলক অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ।

বৃহস্পতিবার (১৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সিবগাতুল্লাহ লেখেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক সংগঠনের নাম ব্যবহার করে গালিগালির মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। সংগঠনের নাম ব্যবহার করে তৈরি কিছু ফেসবুক আইডি ও পেজ থেকে ব্যক্তিবিশেষ ও ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে অশ্রাব্য ও অপমানজনক ভাষা প্রয়োগ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের চক্রান্তকারীরা এখনো সক্রিয় এবং তাদের থেকে সতর্ক থাকা জরুরি। তবে আশার বিষয় হলো, তাদের অপচেষ্টা দুর্বল এবং তারা জনসমর্থন থেকে বিচ্ছিন্ন।’

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘সংগঠনের মুখোশ পরে যারা সামাজিক মাধ্যমে গালিগালিতে জড়িত, তাদের শনাক্ত করে তথ্যগুলো আমাদের দিন। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সাধারণ ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে সিবগাতুল্লাহ বলেন, ‘সন্দেহভাজন আইডি বা পেজের তথ্য সংরক্ষণ করুন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। সম্মিলিতভাবে সচেতন থাকলেই এই অপপ্রচার রোধ করা সম্ভব।’