বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় এবার চীন সরকারের আমন্ত্রণে উচ্চপর্যায়ের সফরে গিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, উন্নয়ন অভিজ্ঞতা বিনিময় এবং গণতন্ত্র ও সুশাসন নিয়ে আলোচনা হবে এই সফরে।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলটিকে বিদায় জানান ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামায়াতের শীর্ষ নেতারা। আট সদস্যের এই দলটি আগামী ১৫ জুলাই পর্যন্ত চীন সফর করবেন।
চীন সফর সম্পর্কে জামায়াত আমির বলেন, “চীনের অভূতপূর্ব অগ্রগতি আমাদের জন্য শিক্ষণীয়। আমরা আশা করি এ সফরে অনেক কিছু জানব ও শিখব এবং তারাও আমাদের জানার সুযোগ পাবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়া, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সুষ্ঠু নির্বাচন বিষয়ে আলোচনা হবে।”
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “জামায়াতের এই সফর দুই দেশের সম্পর্ক আরও মজবুত করবে। এতে দুই দেশের উন্নয়ন ও সহযোগিতা আরও গভীর হবে।”
প্রতিনিধিদলকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জুবায়ের, মতিউর রহমান আকন্দ, মো. সেলিম উদ্দিন, অধ্যক্ষ সাহাবুদ্দিন, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন ও ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।
এদিকে, গত বছরের অগাস্টে বাংলাদেশে গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এ পর্যন্ত কয়েক দফায় চীন সফর করেছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির বেশ কয়েকটি প্রতিনিধি দল।
সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দলের চীন সফর করেছে।
আপনার মতামত লিখুন :