ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

বাংলাদেশ উন্নত না হওয়ার জন্য মেধাবীরা দায়ী: শিবির সেক্রেটারি

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ১২:৩৫ পিএম
ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, স্বাধীনতার পর সমসাময়িক সময়ে উন্নত হওয়া দেশগুলোর তুলনায় বাংলাদেশ পিছিয়ে আছে। এ ব্যর্থতার দায় দেশের মেধাবী শ্রেণি কোনোভাবেই এড়াতে পারেন না। কারণ, মেধাবীরা দুর্নীতি ও অনিয়মের সমালোচনা করলেও সুযোগ পেলে তারাও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবির আয়োজিত শিল্পকলা অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, এখন দেখা যাচ্ছে, সমন্বয়ক হয়েও কেউ চাঁদাবাজি, ধর্ষণ, দুর্নীতি ও অপরাধে জড়িয়ে পড়ছে। এটা কি আমাদের প্রত্যাশিত সমাজ? দেশে জনসংখ্যা বাড়লেও প্রকৃত মানুষ কমে যাচ্ছে। মনুষ্যত্ব, সহানুভূতি ও নৈতিকতা হারিয়ে যাচ্ছে। পাথর নিক্ষেপে হত্যা, সম্পদের লোভে ভাইকে হত্যা, মাদকের কারণে পিতাকে খুন এসব কিসের পরিচয়? আমরা কেমন সমাজ গড়ছি? যেখানে ইসলামী শিক্ষা বিদ্যমান, সেখানে ধর্ষণ, আত্মহত্যা ও পারিবারিক ভাঙন তুলনামূলকভাবে কম।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, যেসব সমাজে কেবল পশ্চিমা দর্শন ও ভোগবাদী জীবনধারা প্রাধান্য পায়, সেখানে আত্মহত্যার হার বেশি, সামাজিক বন্ধন দুর্বল। কারণ, তারা সামাজিকীকরণের মৌলনীতি ভুলে গেছে। পশ্চিমা সংস্কৃতি প্রকৃত শান্তি দিতে পারে না। যদি দিত, তাহলে নিজেদের সুখের জন্য অন্য জাতিকে ধ্বংস করত না।

তিনি কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই আগামী দিনের সোনার বাংলাদেশের স্থপতি। পুথিগত বিদ্যার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধের শিক্ষা গ্রহণ করতে হবে। নিজেদের আলোকিত করলে দেশও আলোকিত হবে এটাই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির এইচআরজি সম্পাদক শরীফ মাহমুদ, কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সাবেক নায়েবে আমির মুসাদ্দেক ভূঁইয়া এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন।

অনুষ্ঠান শেষে তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয় এবং অতিথিরা তাদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন।