বিশেষ উদ্দেশ্য নিয়ে একটি ধর্মীয় দল বিএনপির বিরুদ্ধে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সামনে নির্বাচন আসায় বিশেষ উদ্দেশ্য নিয়ে ওই দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপিকে লক্ষ্য করে অপপ্রচার চালাচ্ছে।’
সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘মব কালচার চলছে। আইন নিজের হাতে নেওয়ার অধিকার কারো নেই। অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
রংপুরে সনাতন ধর্মাবলম্বী দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনি বলেন, ‘জনকল্যাণমূলক বিচারের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনা উচিত। উসকানিমূলক বক্তব্যে যেন কেউ বেআইনিভাবে প্রাণ হারাতে না পারে, সরকারের এটা নিশ্চিত করতে হবে। অনেক সুযোগসন্ধানী এই পরিস্থিতি ব্যবহার করার চেষ্টা করছে।’
পিআর পদ্ধতির প্রয়োগ নিয়ে রিজভী মন্তব্য করেন, ‘বাংলাদেশ এখনো উন্নত দেশগুলোর পর্যায়ে পৌঁছায়নি। আমাদের গরিব অর্থনীতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সাসটেইনেবল নয়। আগে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে। পিআর ব্যবস্থায় এই মুহূর্তে জটিলতা তৈরি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য দেখা যায় না। এতে স্বচ্ছতা নেই।’