ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫

রাজনৈতিক কাঠামো পুরোপুরি ভেঙে দিয়েছে সরকার: ফখরুল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৩, ২০২৪, ০৮:৩৪ এএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি সংগৃহীত

গণতন্ত্রের লেবাস পরিয়ে এই সরকার দেশের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামো নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, দেশের রাজনৈতিক কাঠামো পুরোপুরি ভেঙে দিয়েছে সরকার। সব মতাদর্শের দল এক হলে চলমান আন্দোলন সামনে আরও বেগবান হবে।

বুধবার (১২ জুন) ডিআরইউ' এক সভায় এসব বলেন মির্জা ফখরুল।

এসময় তিনি আরও বলেন, মানুষ জেগে উঠেছে। আমরা সেই জেগে ওঠা মানুষদের সঙ্গে নিয়ে আন্দোলন বেগবান করবো।

ফখরুল বলেন, দেশের অর্থনীতিবিদরা বলছেন এই অর্থনীতি নীতি নৈতিকতা বিবর্জিত। আমরা যারা এসবের বিরুদ্ধে তাদের প্রধান শত্রু এই সরকার। এটাকে মাথায় রেখে আমাদের কাজগুলো করতে হবে।