ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫

জুলাই বিপ্লব নিয়ে ফেসবুকে কটুক্তি, পুলিশ সদস্যকে ক্লোজড

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৪:২৪ এএম
ট্রাফিক পুলিশের সদস্য ফারজুল ইসলাম রনি। ছবি- সংগৃহীত

জুলাই বিপ্লব নিয়ে কটুক্তিমূলক ফেসবুক পোস্টের অভিযোগে কুষ্টিয়ায় ফারজুল ইসলাম রনি নামে এক ট্রাফিক পুলিশের এক সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘জুলাই অভ্যুত্থানবিরোধী’ মন্তব্য করেন ফারজুল ইসলাম। বিষয়টি ছড়িয়ে পড়লে ছাত্রসমাজের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। রাত ৯টার দিকে কুষ্টিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়ক অবরোধ করে তার শাস্তির দাবি জানায়।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘অভিযুক্ত কনস্টেবলের ছুটি বাতিল করে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযুক্ত ফারজুল ইসলাম ফেসবুকে দাবি করেন, তার আইডি হ্যাক করে উসকানিমূলক পোস্ট দেওয়া হয়েছে। তিনি লিখেছেন, ‘আমার ফেসবুক আইডি কে বা কারা হ্যাক করে অনাকাঙ্ক্ষিত পোস্ট দিয়েছে। এর জন্য আমি দুঃখিত। সকলের কাছে ক্ষমা প্রার্থী।’

কুষ্টিয়া ট্রাফিক বিভাগের ইনস্পেক্টর শেখ শাহাদাত আলী বলেন, ‘ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’