কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি কাতারের জনগণ ও আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রতি সংহতি জানান।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো ওই বিবৃতিতে তারেক রহমান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন এই সামরিক হামলার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘনের জন্য অবশ্যই দায়িদের জবাবদিহির আওতায় আনতে হবে।
তারেক রহমান আরও বলেন, জরুরি যুদ্ধবিরতি, বন্দিদের মুক্তি এবং মানবতার সুরক্ষায় বিশ্ব শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে অগ্রাধিকার দিতে হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন