জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে কোনো আইনগত ব্যবস্থা নেবেন না বলে ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি জানিয়েছেন, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের প্রতি দরদ ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
মান্না লিখেছেন, ‘শাপলা প্রতীক যদি তাদের দেওয়া হয়, আমি কোনো মামলা করব না।’ এই মন্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন, এনসিপি যদি নির্বাচনে শাপলা প্রতীক পায়, তবে তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করবেন না।
ফেসবুক পোস্টের কমেন্টে মান্না আরও বলেন, ‘আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশন আর কাউকে দিতে পারবে না। যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়স, অভিজ্ঞতা এবং দেশের স্বার্থ বিবেচনা করে আমি তাদের প্রতি দরদি। শাপলা প্রতীক যদি তাদের দেওয়া হয়, আমি নিশ্চিতভাবে কোনো মামলা করব না।’
তিনি আরও যোগ করেন, ‘এনসিপি আমার কাছে এসেছিল। তাদের উদ্দেশ্য ও রাজনৈতিক অঙ্গীকার বিবেচনা করে আমি এ বিষয়ে নৈতিক দায়িত্ব পালন করছি। যারা দেশের ভবিষ্যতের জন্য নিরলসভাবে কাজ করছে, তাদের প্রতি আমাদের সহযোগিতা থাকা উচিত।’
এদিকে, ৭ অক্টোবরের মধ্যে একটি প্রতীক বেছে নিতে জাতীয় নাগরিক পার্টিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচন পরিচালনার বর্তমান বিধিমালায় শাপলা প্রতীক নেই। এই কারণে, এনসিপির প্রথম পছন্দের প্রতীক ‘শাপলা’ সরাসরি বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না।
নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়েছে, এনসিপি তাদের নিবন্ধনের জন্য আবেদন করেছিল, যা প্রাথমিকভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়েছে। কিন্তু তাদের প্রথম পছন্দের প্রতীক ‘শাপলা’ বর্তমানে ইসির নির্ধারিত প্রতীকের তালিকায় নেই। আবেদনপত্রে শাপলা, কলম ও মোবাইল উল্লেখ থাকলেও নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ অনুযায়ী শাপলা বরাদ্দ দেওয়া সম্ভব নয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০৮(১)(খ)-এর বিধান অনুযায়ী, কোনো দল কর্তৃক মনোনীত প্রার্থীর জন্য নির্ধারিত প্রতীক থেকে একটি প্রতীক বরাদ্দ করা হবে। এইভাবে বরাদ্দকৃত প্রতীক দলটির জন্য সংরক্ষিত থাকবে। যদি দল পরবর্তীতে অন্য প্রতীক গ্রহণের ইচ্ছা প্রকাশ করে, তখন নতুন প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব।
নির্বাচন কমিশন ইতোমধ্যে এনসিপিকে দ্রুত একটি প্রতীক বেছে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে প্রতীক নির্বাচন করে কমিশনকে জানাতে বলা হয়েছে।
এনসিপি সম্প্রতি নিবন্ধনপ্রাপ্ত রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের মাধ্যমে তাদের প্রতীক বরাদ্দের অপেক্ষায় রয়েছে। শাপলা প্রতীক পেলে দলটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তাদের প্রার্থীরা এই প্রতীক ব্যবহার করে ভোটে লড়াই করবে। মান্নার ঘোষণা রাজনৈতিক দিক থেকে দলটিকে সংহতি প্রদর্শন এবং ভোটারদের কাছে আত্মবিশ্বাস জোগানোর একটি সংকেত হিসাবেও দেখা হচ্ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন