বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের আরও ৬৫ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ইতোপূর্বে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক ইন্দোনেশিয়ার সিটু, নরসিংদীর আলোকবালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. আব্দুর কাইয়ুম সরকার, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আব্দুল্লাহ আল-মামুন, ধর্মপাশা উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহন মিয়া বাচ্চু, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন, হবিগঞ্জের নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. আব্দুল আলীম ইয়াছিন, নবীগঞ্জ উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার অরুয়াইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ইয়াকুব, সিলেট মহানগর বিএনপির সাবেক সহপ্রচার সম্পাদক মো. আব্দুর রকিব তুহিন, রাজশাহীর বাঘা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. কামাল হোসেন, একই উপজেলার সাবেক সদস্য ফারহানা দিল আফরোজ রুমি, গাজীপুর কৃষকদলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
এ তালিকায় আরও রয়েছেন- পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসাইন, কিশোরগঞ্জের ভৈরব উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আল-মামুন, বরগুনার সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রনি, সিনিয়র সহসভাপতি মো. সানাউল্লাহ সানি, তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য কাজী আশরাফুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. মো. নুরুল ইসলাম, দিনাজপুরের সেতাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সুয়েল রানা, ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দীন মজুমদার, নরসিংদীর পলাশ উপজেলার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য এম এ কাইয়ুম, শেরপুরের শ্রীবর্দী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. জুবাইদুল ইসলাম রাজন, ভেলুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল করিম, খুলনা জেলা তাঁতি দলের আহ্বায়ক মেহেদী হাসান মিন্টু, ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহা. তরিকুল ইসলাম আকন, নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মমিনুর রহমান, সাবেক সিনিয়র সহসভাপতি মো. মমিনুর রহমান, লালমনিরহাট মহিলা দলের যুগ্ম আহ্বায়ক মোছা লতিফা আক্তার, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কোহিনুর আক্তার কাকলি, মো. সেলিম খান, মো. বিল্লাল, মো. শাহ আলম মজুমদার ও হারুনুর রশিদ, সাবেক সদস্য মো. নাসির উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সহনারীবিষয়ক সম্পাদক হালিমা আক্তার, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাহদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. দুলাল আহমেদ, রাজশাহীর বোয়ালিয়া থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলিফ আল-মাহমুদ লুকেন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক মো. রনি হোসেন রুহুল, নওগাঁর মান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মনোজিৎ কুমার সরকার, নেত্রকোনার সদর উপজেলার রৌহানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম বাতেন, খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. মাহবুব কায়সার, খুলনার কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সদস্য এম জাহাঙ্গীর হোসেন ভূইয়া, ঢাকার দোহার থানা বিএনপির সাবেক অর্থ সম্পাদক জাফর ইকবাল জাহিদ, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. মোশারফ হোসেন মুসা, গাজীপুরের মেট্রো থানা বিএনপির সদস্য সুলতানা রাজিয়া, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হেলাল সরকার, বগুড়ার তালোড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল জলিল খন্দকার, কুমিল্লার দেবিদ্বার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মহসিন সরকার, দেবিদ্বার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. শহিদ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হালিম সরকার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. বশির সরকার, ব্রাহ্মণবাড়িয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য মো. আক্রাম আলী ভুলু, কিশোরগঞ্জের ভৈরব উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল-মামুন, বরগুনার বেতাগী উপজেলার ১ নম্বর বিবিচিনি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোর্শেদ হাসান নয়ন, পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য নাজমুন নাহার পাপড়ি। আবেদনের প্রেক্ষিতে ও দলীয় সিদ্ধান্ত মোতাবেক সোমবার তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
এ ছাড়াও দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন মৃধার দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। তার পদের স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।
প্রসঙ্গত, আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি কয়েকশ নেতাকর্মীর বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন