দারুণ এক রোমাঞ্চকর লড়াইয়ে ব্রিসবেন হিটকে ছয় উইকেটে হারিয়ে এবারের উইমেন্স বিগ ব্যাশ লিগে (ডব্লিউবিবিএল) নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স।
মঙ্গলবার অ্যাডিলেডের ক্যারেন রল্টন ওভালে ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা ছড়ায়। শেষ বলে মাত্র ১ রানের প্রয়োজন ছিল, যা পূরণ হতেই জয়ের উল্লাসে মাতে স্ট্রাইকার্স শিবির।
১৭০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্রিসবেন হিট বোলারদের উপর চড়াও হন অ্যাডিলেড স্ট্রাইকার্সের ওপেনাররা। দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার লরা উলভার্ট মাত্র ৩৩ বলে ১০টি চারসহ ৫১ রানের এক মারকাটারি ইনিংস খেলেন।
ওপেনিংয়ে তার সঙ্গী ইংলিশ ব্যাটার ট্যামি বিউমন্টও ছিলেন সমান আগ্রাসী—৩৩ বলে তিনিও তুলে নেন ৫১ রান। এই দুই ব্যাটারের ৯২ রানের বিধ্বংসী ওপেনিং অংশীদারিত্বই স্ট্রাইকার্সদের জয়ের ভিত গড়ে দেয়।
১০ম ওভারে উলভার্ট আউট হন জোনাসেনের স্পিনে মিডউইকেটে ক্যাচ দিয়ে। এরপর অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রাথ ১৬ রান করে ফেরেন। তবে ইনিংসের ক্লাইম্যাক্সে অসাধারণ নৈপুণ্য দেখান ব্রিজেট প্যাটারসন।
২২ বলে ৩২ রানের এক অপরাজিত ইনিংসে তিনি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষ বলের নাটকীয়তায় তার প্যাডে লেগে যাওয়া বল ফাইন লেগ দিয়ে গড়িয়ে যেতেই জয় নিশ্চিত হয় স্ট্রাইকার্সের।
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্রিসবেন হিট নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান তোলে। হিটের হয়ে সর্বোচ্চ ৪৭ রান আসে লরেন উইনফিল্ড-হিলের ব্যাট থেকে। তিনি ৩৬ বলে একটি ছক্কা ও ছয়টি চার মারেন।
অধিনায়ক জোনাসেন খেলেন ৩৫ বলে ৩৭ রানের স্থিতিশীল ইনিংস। তবে শেষ দিকে জর্জিয়া রেডমেইন (২০ বলে ৩৬* ) ও নাদিন ডি ক্লার্ক (৯ বলে ২৫*) ঝড় তুললেও স্ট্রাইকার্স বোলাররা নিয়মিত বিরতিতে আঘাত হানতে সক্ষম হন।
স্ট্রাইকার্সের হয়ে লেগস্পিনার আমান্ডা-জেড ওয়েলিংটন ২-৩১ ও সোফি একলেস্টোন ২-৩৬ নিয়ে সবচেয়ে সফল ছিলেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন