ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

দ্বিতীয়বারেও মনোনয়ন পেলেন না রুমিন ফারহানা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৫:৫৯ পিএম
বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। ছবি- সংগৃহীত

দ্বিতীয় দফায়ও বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী তালিকায় জায়গা হয়নি দলটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানার। প্রথম দফায় ২৩৭ এবং দ্বিতীয় দফায় আরও ৩৬ আসনের নাম প্রকাশ করা হলেও তার জেলার ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রথম দফায় ঘোষিত তালিকায় মাদারীপুর-১ আসনের প্রার্থী কামাল জামান মোল্লার প্রার্থিতা স্থগিত করা হয়েছিল। এবার সেই আসনে মনোনয়ন পেয়েছেন নাদিরা আক্তার।

বিএনপি সূত্রে জানা গেছে, দল ধাপে ধাপে বাকি আসনের প্রার্থী ঘোষণা করবে। এ ছাড়া নির্বাচনের জন্য প্রস্তুতিমূলক কার্যক্রমও জোরদার করা হবে। আগামী নির্বাচনের তপশিল ঘোষণার আগে দল প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।