চট্টগ্রামের মিরসরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সদস্য মোহাম্মদ সাইদুল হক সুমনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ মে) রাত ১১টায় উপজেলার বড়তাকিয়া বাজারে অর্থনৈতিক অঞ্চলের প্রবেশ মুখে প্রাইভেট কার তল্লাশি করে তাকে আটক করা হয়।
সাইদুল হক মিরসরাই উপজেলার ইসলামপুর গ্রামের আমিনুল হকের পুত্র।
মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অর্থনৈতিক অঞ্চলের প্রবেশ মুখে বড়তাকিয়া বাজার থেকে প্রাইভেট কার তল্লাশি করে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন