দেশে বর্তমান রাজনৈতিক অস্থিরতা, নৈতিক নেতৃত্বের সংকট এবং দুর্নীতি-সহিংসতার অভিশাপ থেকে জাতি মুক্তি চায়, এমন মন্তব্য করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, চাতক পাখির মতো জাতি আজ জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে।
শনিবার (১২ জুলাই) রাতে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর মাল্টিপারপাস হলে আয়োজিত ঢাকা মহানগরী দক্ষিণের পেশাজীবী প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, এই দেশ দুর্নীতিবাজ, লুটপাটকারী, খুন-চাঁদাবাজদের হাতে নিরাপদ নয়। জনগণ যাদের কারণে বারবার প্রতারিত হয়েছে তাদের ওপর আর আস্থা রাখতে চায় না। দেশের ভবিষ্যৎ গড়তে হলে সৎ, যোগ্য, আদর্শিক ও মানবিক নেতৃত্ব প্রয়োজন। জামায়াতে ইসলামীর মধ্যেই সেই বিকল্প নেতৃত্ব রয়েছে।
তিনি বলেন, যারা জনরোষে পতিত, তারাই জামায়াতকে ভয় পায়। তাই নতুন করে ষড়যন্ত্র করছে, অপপ্রচার ছড়াচ্ছে। কিন্তু যত ষড়যন্ত্রই হোক, জনগণ সেসব প্রতিহত করবে।
সম্প্রতি রাজধানীর মিটফোর্ড এলাকায় পাথর দিয়ে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পৈশাচিকভাবে হত্যা করা হয়। এ প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, এমন বর্বর হত্যাকাণ্ড গোটা জাতিকে কলঙ্কিত করেছে। আর যারা এসব সন্ত্রাস-চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিবাদ জানায়, তাদের বিরুদ্ধেই আজ অপপ্রচার।
তিনি বলেন, জামায়াতে ইসলামী সারাদেশে ধর্ষক, দুর্নীতিবাজ ও খুনিদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। এতে কারও গায়ে লাগলে তারা হয়তো অপরাধীদের পক্ষেই আছে।
তিনি আরও বলেন, যখন অপরাধীদের গ্রেপ্তার করা হয় তখন এক দল থানা ঘেরাও করে, পুলিশকে মারধর করে এবং অপরাধীদের ছিনিয়ে নিয়ে যায়। এই সংস্কৃতি দেশের জন্য আত্মঘাতী।
সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, যারা বলে নির্বাচন হলেই সব ঠিক হয়ে যাবে, তারা আসলে বিচারের সংস্কৃতি ও রাজনৈতিক সংস্কারকে পাশ কাটিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করতে চায়।
তিনি বলেন, ৩৫ শতাংশ তরুণ ভোটার সন্ত্রাসী, চাঁদাবাজ, ধর্ষক কিংবা টেন্ডারবাজদের ভোট দেবে না। আগামী নির্বাচনে তারাই ভোটকেন্দ্র পাহারা দেবে। যেনতেন নির্বাচন করে ক্ষমতায় যাওয়া আর সম্ভব নয়।
তিনি আরও বলেন, মিটফোর্ডে সোহাগ হত্যার বিষয়ে ডিএমপি কমিশনার বলছেন, এটি ব্যবসায়িক বিরোধ। অথচ নিহতের পরিবার বলছে, প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না দেওয়ায় সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
তিনি রাজনৈতিক পক্ষপাত বন্ধ করে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো. শহিদুল ইসলাম, আইইবি সহসভাপতি ইঞ্জিনিয়ার শেখ আল-আমিন, অ্যাডভোকেট এস. এম. কামাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো. আব্দুস সালাম, ঢাকা মহানগরী দক্ষিণ সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান।
আপনার মতামত লিখুন :