বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই দল আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তৈরি, মানুষের বিশ্বাসের জায়গা থেকে বারবার ঘুরে দাঁড়িয়েছে। তাই বিএনপিকে নির্মূল করা যাবে না।
রোববার (১৩ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত তারেক রহমান, দ্য হোপ অব বাংলাদেশ শিরোনামে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপিকে ঘিরে নানা অপপ্রচার চালানো হচ্ছে। এর পেছনে রয়েছে সুপরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত। উদ্দেশ্য একটাই, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা এবং তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া।
তিনি বলেন, বিএনপি বহুবার প্রমাণ করেছে, ধ্বংসস্তূপ থেকেও জেগে উঠতে জানে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর অনেকেই মনে করেছিলেন বিএনপি বিলীন হয়ে যাবে। কিন্তু সেই আশঙ্কাকে ভুল প্রমাণ করে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ছাত্র ও যুব নেতৃত্ব নিয়ে আবারও উঠে দাঁড়িয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মিথ্যা তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করা। এজন্য আমাদের তরুণ নেতাকর্মীদের প্রযুক্তিতে দক্ষ হতে হবে, বই পড়তে হবে, রাজনৈতিক সচেতনতা বাড়াতে হবে। এই জ্ঞান ও প্রস্তুতি দিয়েই আমরা ষড়যন্ত্র প্রতিহত করব।
তিনি আরও বলেন, বিএনপি একদিনে গড়ে উঠেনি। এটি দেশের কোটি মানুষের আশার প্রতীক, জাতীয়তাবাদী দর্শনের ধারক। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা ভবিষ্যতের বাংলাদেশ গড়তে চাই।
অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা হয় তারেক রহমান, দ্য হোপ অব বাংলাদেশ শীর্ষক গ্রন্থটির, যেখানে তার রাজনৈতিক দর্শন, নেতৃত্বের বৈশিষ্ট্য ও বিএনপির ভবিষ্যৎ কৌশল তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ, লেখক-সাংবাদিক, বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন পেশার মানুষ। বক্তারা বলেন, তারেক রহমান তরুণ প্রজন্মের কাছে নতুন আশার নাম, যার নেতৃত্বে জাতীয় রাজনীতি নতুন মাত্রা পেতে পারে।
আপনার মতামত লিখুন :