চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় ধারাবাহিক পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (২৭ মে) দুপুর আড়াইটা থেকে শুরু হয়ে রাত ৭টা পর্যন্ত মোট ৬টি স্থানে এই পথসভাগুলো অনুষ্ঠিত হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার রাত ১.১৩ মিনিটে এক পোস্টে এসব তথ্য জানান এনপিপির মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এতে দলের ৭ জন কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের সংগঠক উপস্থিত থাকবেন।
পথসভার বিস্তারিত সময়সূচী ও স্থান
দুপুর ২:৩০টা: অলিখা মসজিদ এর সামনে (চকবাজার থানা)
দুপুর ৩:৩০টা: বহদ্দারহাট পুলিশ বক্স পয়েন্ট (চান্দগাঁও থানা)
বিকাল ৪:৩০টা: অক্সিজেন চত্ত্বর (মুরাদপুর থেকে, বায়েজিদ থানা)
সন্ধ্যা ৫:৩০টা: বিপ্লব উদ্যান, ২নং গেইট (পাঁচলাইশ, আকবরশাহ ও খুলশি থানা)
সন্ধ্যা ৬:৩০টা: আগ্রাবাদ বাদামতল মোড় (বন্দর, ইপিজেড, হালিশহর ও পাহাড়তলী থানা)
সন্ধ্যা ৭:০০টা: নিউ মার্কেট মোড় (বাকলিয়া ও কোতোয়ালী থানা)
উপস্থিত থাকবেন যারা:
পথসভাগুলোতে এনসিপির গুরুত্বপূর্ণ সংগঠকরা উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন:
হাসনাত আবদুল্লাহ (মুখ্য সংগঠক, এনসিপি)
ডা. তাসনিম জারা (সিনিয়র যুগ্ম সদস্য সচিব, এনসিপি)
মীর আরশাদুল হক (যুগ্ম সদস্য সচিব, এনসিপি)
ডা. মাহমুদা আলম মিতু (যুগ্ম মুখ্য সংগঠক, এনসিপি)
মোঃ আতাউল্লাহ (যুগ্ম মুখ্য সংগঠক, এনসিপি)
আরমান হোসেন (সংগঠক, এনসিপি)
আজিজুর রহমান রিজভী (সংগঠক, এনসিপি)
এই পথসভাগুলোর মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রামের বিভিন্ন এলাকার মানুষের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করবে এবং তাদের রাজনৈতিক বার্তা তুলে ধরবে।