শিক্ষাবিদ ও অংশীজনদের দাবি উপেক্ষা করেই শিক্ষা মন্ত্রণালয় আরো একটি সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্তে খায়েশ পূরণ হয়েছে একটি বিশেষ ক্যাডারের আমলাদের।
অন্যদিকে এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে জেলা প্রশাসকরাই নিয়ন্ত্রণ করবেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অশিক্ষক কর্মচারী (অফিস সহকারী, হিসাব সহকারী, নৈশ প্রহরী, আয়া ইত্যাদি) নিয়োগ।
বৃহস্পতিবার (২২ মে) শিক্ষা মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিসিদের হাতে নিয়োগের ক্ষমতা দেওয়ার পক্ষে জোরালো ভূমিকা রেখেছেনে এনটিআরসিএতে কর্মরত একজন অতিরিক্ত সচিব।
বহু বছর যাবত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগেও জনপ্রতি ৪ থেকে দশ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়ে আসছে। এই ঘুষের টাকার বাটোয়ারা এতদিন বেসরকারি পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির হাতে ছিলো। যেগুলোর নিয়ন্ত্রণ রাজনৈতিক ব্যক্তিদের হাতে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিসির নেতৃত্বাধীন কমিটি এই কর্মচারী নিয়োগ নিয়ন্ত্রণ করবেন। কমিটিতে জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং পুরনো সরকারি কলেজের অধ্যক্ষও থাকবেন।