ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

পাবনায় ১৪ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৬:২৬ পিএম
পাবনার চাটমোহরে ১৪ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

পাবনার চাটমোহর জারদিস মোড় থেকে হান্ডিয়াল পর্যন্ত ১৪ কিলোমিটার আঞ্চলিক সড়ক সংস্কার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকাল ১০ থেকে দুপুর একটা পর্যন্ত আঞ্চলিক সড়কটির নয়টি পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। চেতনায় হান্ডিয়াল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মানববন্ধনে এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধন চলাকালে চেতনায় হান্ডিয়ালের আহবায়ক কেএম বেলাল হোসেন স্বপনের সভাপতিত্বে ও সরকারি অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন, পাবনা-৩ আসনের সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা হাসানুল ইসলাম রাজা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম কালু, মানববন্ধন আয়োজক উপ-কমিটির আহবায়ক শহিদুল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, চাটমোহরে জারদিস মোড় থেকে হান্ডিয়াল বাঘলবাড়ি পর্যন্ত রাস্তাটি দূরত্ব ১৪ কিলোমিটার। কিন্তু গত কয়েক বছর ধরে এই রাস্তাটি অসংখ্য খানাখন্দে বৃষ্টির পানিতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে তিনটি ইউনিয়নের লাখো মানুষ। এই রাস্তা দিয়ে ঢাকার সাথে সবচেয়ে কম দূরত্বে অসংখ্য যানবাহন ও মানুষ চলাচল করে। কিন্তু গত পাঁচ বছর ধরে রাস্তাটির সংস্কারের অভাবে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রায়ই দুর্ঘটনায় হতাহত হচ্ছে মানুষ।

অসুস্থ ব্যক্তিকে চাটমোহর উপজেলা হাসপাতালে নিতে পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ। প্রায়ই দুর্ঘটনায় ক্ষতির স্বীকার হন যানবাহন চালকরা। এর আগে সংস্কার কাজ শুরু করলেও আগস্টের পরে কাজ বন্ধ কওে দেয় ঠিকাদার। দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রাস্তাটিন সংস্কার কাজ শুরু করার দাবি জানান বক্তারা। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।