বিষ দিয়ে প্রায় ৭০ হাজার টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার সুদিন আকন্দপাড়া পুকুরে কে বা কারা ওই পুকুরে বিষ প্রয়োগ করে। এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন মাছ চাষি আজাদুল ইসলাম।
ক্ষতিগ্রস্ত ওই মাছ চাষি জানান, আদমদীঘির সুদিন আকন্দপাড়া তার নিজস্ব প্রায় আড়াই বিঘা জলাশয়ে পুকুরে রুই কাথলা, মৃগেল, সিলভারকার্পসহ বিভিন্ন জাতের মাছচাষ করে আসছেন।
বর্তমানে মাছ গুলো বাজারজাতের উপযুক্ত। গত শুক্রবার দিবাগত রাতে কে বা কারা শক্রতামুলক ভাবে ওই পুকুরে বিষ প্রয়োগ করে। শনিবার (২ আগস্ট) সকালে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখেন পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। এতে তার প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।