ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

সত্যিই কি শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল?

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৫:৫০ পিএম
ছুটি হওয়ায় আনন্দে বাড়ি ফিরছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি- সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ফটোকার্ড, যেখানে দাবি করা হয়, এক আগস্ট থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এমন খবরে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

এমনকি এই সিদ্ধান্তকে ঘিরে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়াও। তবে খোঁজ নিয়ে জানা গেছে, এমন দাবি ভিত্তিহীন ও গুজব। শিক্ষা মন্ত্রণালয় কিংবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এমন কোনো সিদ্ধান্ত নেয়নি।

ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার বলছে, এই সংক্রান্ত কোনো সরকারি ঘোষণা, প্রজ্ঞাপন কিংবা আদেশ কোথাও পাওয়া যায়নি। মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমেও এমন কোনো তথ্য নেই।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘আমার জানা মতে এ রকম কোনো সিদ্ধান্ত হয়নি।’

মাউশির উপপরিচালক মো. নুরুল হক সিকদারও জানান, ‘আমিও ফেসবুকে বিষয়টি দেখেছি। তবে এই সিদ্ধান্ত মন্ত্রণালয় নিয়ে থাকে। আমার জানা মতে এমন সিদ্ধান্ত হয়নি, আমাদের এমন কোনো নির্দেশনাও দেওয়া হয়নি।’

চলতি বছর ৭ মে শুধু ঈদের আগের দুই শনিবার ১৭ ও ২৪ মে নির্বাহী আদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

এর আগেও ২০২৩ সালের ডিসেম্বরে একই ধরনের গুজব ছড়ালে তা রিউমর স্ক্যানার ফ্যাক্টচেক করে ভুয়া প্রমাণ করে।

সুতরাং, ‘শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল’ এই দাবি পুরোপুরি গুজব এবং বিভ্রান্তিকর। শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত সাপ্তাহিক ছুটি অনুযায়ী শনিবার ছুটি বহাল রয়েছে।