সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ২য় প্রান্তিকের ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থী মূল্যায়ন শুরু হবে ১৮ আগস্ট। সে অনুযায়ী সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি সব বিভাগীয় উপ-পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিসার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে। চিঠির বিষয়টি অতীব জরুরি বলে জানানো হয়েছে।
সোমবার (২৮ জুলাই) পিরোজপুরের নেছারাবাদ উপজেলা শিক্ষা অফিসের এক কর্মকর্তা দেশের একটি গণমাধ্যমকে এ চিঠি পাওয়ার কথা জানিয়েছেন।
চিঠিতে বলা হয়, আগামী ১৮ আগস্ট থেকে সারা দেশব্যাপী সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় প্রান্তিকের মূল্যায়ন শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে ৩য় থেকে ৫ম শ্রেণিতে ২০২৪ খ্রিষ্টাব্দের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকার আলোকে ৩০ শতাংশ ধারাবাহিক মূল্যায়ন ও ৭০ শতাংশ সামষ্টিক (লিখিত) মূল্যায়নের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।