দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) সাবেক কয়েকজন পরিচালকের শেয়ার জব্দ করেছেন আদালত। অভিযুক্তদের অনুরোধে উচ্চ আদালত আগামী ৩১ জুলাই অনুষ্ঠেয় ব্যাংকের বিশেষ সাধারণ সভা (ইজিএম) আপাতত স্থগিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গঠিত নতুন পরিচালনা পর্ষদ ইজিএম আয়োজনের উদ্যোগ নিলেও তাতে আপত্তি জানায় কিছু সাবেক পরিচালক। জানা গেছে, রোববার (২৭ জুলাই) উচ্চ আদালতে যে কয়েকজন শেয়ারহোল্ডার ইজিএম বন্ধের আবেদন করেন, তাদের মধ্যে অন্তত তিন জনের শেয়ার এর আগের সপ্তাহেই আদালতের আদেশে জব্দ হয়েছে।
ঢাকার বিশেষ জজ আদালতের আদেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান ও পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রীসহ মোট ৯ জন পরিচালকের শেয়ার জব্দ করা হয়েছে। আদালতের নির্দেশে মোট ৫৭ লাখ ৬০ হাজার ৮৭৭টি শেয়ার জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৫৭৬ কোটি টাকা। জব্দ হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন-রুকমিলা জামান (সাইফুজ্জামানের স্ত্রী) ৩১,০০,৯৩০টি শেয়ার, আনিসুজ্জামান চৌধুরী (ভাই) ৪৩,৩৮,৯৭৩টি, আসিফুজ্জামান চৌধুরী (ভাই) ৪৩,৭৩,৪৬৬টি, রুক্সানা জামান (ভাইয়ের স্ত্রী) ৩১,০৩,০৮৯টি, বশির আহমেদ ৩১,১৮,৩৮৫টি, এম এ সবুর ৩৩,৬৭,১০৮টি, বজল আহমেদ ২৫,৮৫,৬৪২টি ও নুরুল ইসলাম চৌধুরী ৩১,০১,৩৭৬টি। এই তালিকায় থাকা এম এ সবুর ও বজল আহমেদ গত রোববার উচ্চ আদালতে আবেদন করে ইজিএম স্থগিতের আদেশ নেন। একই আবেদনে যুক্ত ছিলেন ব্যাংকের আরেক সাবেক পরিচালক শওকত আজিজ রাসেল, যিনি একাধিক ব্যাংকের ঋণখেলাপির অভিযোগে আলোচিত। বাংলাদেশ ব্যাংক ইউসিবিএলের আগের পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করে।
সেই পরিবর্তনের পর বাদ পড়া সাবেক পরিচালকরা এখন ব্যাংকের নিয়মিত কার্যক্রমে বাধা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি তারা শেয়ার জব্দের বিষয়টি গোপন রেখে উচ্চ আদালতে রিট করেন বলেও অভিযোগ রয়েছে।