ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

গাজায় ‘ইসরায়েলি’ হামলায় প্রাণ গেল আরও ৮৮ ফিলিস্তিনির

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০৮:৪৬ এএম
গাজায় ত্রাণের আশায় শিশুদের ভিড়। ছবি- সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ‘ইসরায়েলি’ বাহিনীর হামলায় মৃত্যু হয়েছে আরও ৮৮ জন ফিলিস্তিনির। এর মধ্যে ৪০ জনই ছিলেন ত্রাণপ্রত্যাশী। সংবাদমাধ্যম আল-জাজিরা সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মে মাসের শেষদিকে কার্যক্রম শুরু করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে এখন পর্যন্ত এক হাজারের বেশি ফিলিস্তিনি ‘ইসরায়েলি’ বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।

এদিকে, আগে থেকেই জিএইচএফ-এর কার্যক্রম ও ত্রাণ বিতরণ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তীব্র সমালোচনা করছে। তারা বলছে, সংস্থাটি পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করতে ব্যর্থ এবং তাদের বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে নিরাপত্তা পরিস্থিতি চরমভাবে নাজুক।

এদিকে, গাজায় চলমান মানবিক সংকটে ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেছে আরও ১৪ ফিলিস্তিনি, যার মধ্যে দুই শিশুও রয়েছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ‘ইসরায়েলি’ অভিযানের পর এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে, যার মধ্যে ৮৮ জনই শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যখন ‘ইসরায়েলের’ কঠোর অবরোধের কারণে গাজায় মানবিক সহায়তা প্রবেশ প্রায় বন্ধ হয়ে যায়।