প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় চীনের রাজধানী বেইজিংয়ে এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে শহরটিতে জারি করা হয়েছে সর্বোচ্চ পর্যায়ের বন্যা সতর্কতা। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে শহর ও আশপাশের এলাকা থেকে ইতোমধ্যে প্রায় ৮০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই প্রবল বর্ষণ আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত চলতে পারে। এদিকে, নাগরিকদের আজ কর্মস্থলে না যাওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং কর্তৃপক্ষ।
এদিকে, প্রচণ্ড বৃষ্টির কারণে ১৩০টির বেশি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পাশাপাশি বহু সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হেলিকপ্টারের সাহায্যে দুর্গতদের উদ্ধার ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
প্রেসিডেন্ট শি জিনপিং এটিকে ‘চরম পরিস্থিতি’ উল্লেখ করে ক্ষয়ক্ষতি মোকাবিলায় সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ‘সবচেয়ে খারাপ ও চরম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার’ নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, উদ্ধার ও পুনর্গঠনের কাজে সহায়তার জন্য সরকার ২০০ মিলিয়ন ইউয়ান (প্রায় ২৮ মিলিয়ন ডলার) বরাদ্দ করেছে। এই অর্থ ব্যবহৃত হবে ক্ষতিগ্রস্ত সড়ক, পানি সরবরাহ ব্যবস্থা, চিকিৎসা ও অন্যান্য অবকাঠামো মেরামতের কাজে।