জাতীয় দলের অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সিফাতুর রহমান সৌরভ নামের একজন।
জানা যায়, সৌরভ তাসকিনের একজন বন্ধু। রোববার রাতে মিরপুর মডেল থানায় তাসকিনের বিরুদ্ধে এ জিডি করেছেন সৌরভ।
তবে এ ব্যাপারে কিছু হয়নি বলে অস্বীকার করেছেন তাসকিন। তিনি বলেছেন এমন কিছু ঘটেনি।
তাকে বিব্রত করতেই এমন অপপ্রচার চালানো হচ্ছে। সৌরভ অভিযোগ করে বলেন, এ ক্রিকেটার মারধর করার সময় মদ্যপ অবস্থায় ছিলেন। তাসকিনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি নিয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেয়নি পুলিশ। তবে জিডির ঘটনাটি সত্য। এ ব্যাপারে তদন্ত হচ্ছে। সৌরভের অভিযোগ, তাকে কিল-ঘুষি মেরে জখম করেন তাসকিন।
পরে তিনি শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। অন্যদিকে, তাসকিন বলেন, ‘এটা পুরোপুরি মিথ্যা অভিযোগ। আমি পারিবারিক কাজে ব্যস্ত। আমি কাউকে মারিনি। আমাকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বলা হয়েছে, পুরো বিষয়টির ব্যাপারে খোঁজখবর নিচ্ছে তারা। প্রয়োজন হলে তদন্ত করা হবে; আলোচনা হবে। শৃঙ্খলা ভঙ্গের কোনো বিষয় পেলে অবশ্যই ব্যবস্থা নেবে ক্রিকেট বোর্ড। বর্তমানে বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার তাসকিন।