ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

অধরাই রইল ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০১:০৭ পিএম
ছবি- সংগৃহীত

পুরুষ দলের টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপার রেশ কাটতে না কাটতেই এবার নারী দলের সামনে ছিল সেই সাফল্যের পুনরাবৃত্তির হাতছানি। গতবারের মতো এবারও কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে ওঠার স্বপ্ন দেখেছিল আর্জেন্টিনা। 

কিন্তু সে স্বপ্ন আর পূরণ হলো না। উল্টো পুরুষ দলের হারের যেন প্রতিশোধই নিলেন কলম্বিয়ার মেয়েরা। মঙ্গলবার সকালে কোপা আমেরিকার সেমিফাইনাল থেকে আর্জেন্টিনাকে বিদায় করে দিলো কলম্বিয়া।

ইকুয়েডরের কুইটোতে অনুষ্ঠিত এই সেমিফাইনালে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি, ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের এই লড়াইয়ে ৫-৪ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা, বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে।

ম্যাচের শুরু থেকেই কলম্বিয়ার চাপে ছিল আর্জেন্টিনা। বল দখল এবং আক্রমণে বেশ পিছিয়ে ছিল তারা। যদিও কলম্বিয়া আধিপত্য বিস্তার করে খেললেও নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে প্রথম পাঁচ শটে দুই দলই চারবার করে বল জালে জড়ায়, টানটান উত্তেজনা বিরাজ করে মাঠে। তবে ষষ্ঠ শটে কলম্বিয়ার ওয়েন্ডি বনিলা সফলভাবে গোল করলেও, আর্জেন্টিনার ইলিয়েনা স্টিবেলে ব্যর্থ হন। 

এর ফলে ৫-৪ গোলে ম্যাচ জিতে নেয় কলম্বিয়া। এই জয়ের মাধ্যমে কলম্বিয়া শুধু ফাইনালই নিশ্চিত করেনি, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে অংশ নিতে যাওয়া ১৬টি ফুটবল দলের মধ্যেও নিজেদের জায়গা পাকা করে নিয়েছে।

এই ফলাফলের মধ্য দিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা স্বপ্নের ফাইনাল দেখার সম্ভাবনাও শেষ হয়ে গেল। দুই দলই সেমিফাইনালে ওঠায় ফুটবলপ্রেমীরা একটি সুপার ক্লাসিকোর অপেক্ষায় ছিল, কিন্তু আর্জেন্টিনার বিদায় সেই আশা ধূলিসাৎ করে দিল।

এখন দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল ভোরে প্রতিযোগিতার সফলতম দল ব্রাজিল মুখোমুখি হবে উরুগুয়ের। 

আগামী ২ আগস্ট, রোববার অনুষ্ঠিত হবে নারী কোপা আমেরিকার ফাইনাল।