চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের হাফিজ জুট মিলস সংলগ্ন সবুজ শিক্ষায়তন উচ্চবিদ্যালয় সরকারিকরণ হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
বিদ্যালয়টির সরকারি স্বীকৃতি মিলেছে গত ১৫ জুলাই একটি প্রজ্ঞাপনের মাধ্যমে। তবে সরকারিকরণের আনন্দের মধ্যেও কাটেনি দীর্ঘদিনের শিক্ষক সংকট ও অব্যবস্থাপনা।
বিদ্যালয়টি গত ৯ বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই পরিচালিত হচ্ছে। বর্তমানে ৫০০ শিক্ষার্থীর বিপরীতে স্থায়ী শিক্ষক রয়েছেন মাত্র ১০ জন। ফলে পাঠদান ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত। শিক্ষক স্বল্পতা ছাড়াও রয়েছে শ্রেণিকক্ষের অভাব, শিক্ষা উপকরণের ঘাটতি এবং প্রশাসনিক জটিলতা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নুরজাহান আক্তার দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘বিদ্যালয়টি সরকারিকরণ হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। তবে শিক্ষক সংকট ও অন্যান্য সমস্যা দ্রুত সমাধান হলে শিক্ষা কার্যক্রম পূর্ণতা পাবে।’
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও হাফিজ জুট মিলস প্রকল্প প্রধান জসিম উদ্দিন বলেন, ‘সরকারিকরণের ফলে সীতাকুণ্ড উপজেলার শিক্ষা মান উন্নত হবে বলে আমরা আশাবাদী। দ্রুত শিক্ষক নিয়োগ ও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন।’
প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুল আলম বলেন, ‘সরকারি স্বীকৃতি আমাদের জন্য গর্বের বিষয়। এখন আমাদের দায়িত্ব শিক্ষার মান উন্নয়নে আরও মনোযোগী হওয়া।’
এদিকে অভিভাবকরাও আশাবাদী, বিদ্যালয়টি সরকারি হওয়ায় এলাকার ছেলে-মেয়েরা এখন আরও উন্নত ও নিরাপদ শিক্ষা পরিবেশে পড়াশোনা করতে পারবে।
উল্লেখ্য, এ বিদ্যালয়সহ সীতাকুণ্ড উপজেলায় মোট দুটি উচ্চবিদ্যালয় একযোগে সরকারিকরণ হয়েছে। তবে প্রাথমিক বিভাগে থাকা প্রায় ৪৫০ শিক্ষার্থীকে ঘিরে দুশ্চিন্তা কাটেনি। সেখানে শিক্ষক স্বল্পতা ও ব্যবস্থাপনার দুর্বলতা রয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে।