ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

জাতীয় সরকার ও নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: চীনা রাষ্ট্রদূত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ১২:৫১ পিএম
জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি- সংগৃহীত

বাংলাদেশে জাতীয় সরকার গঠন এবং নির্বাচন আয়োজন সম্পূর্ণভাবে দেশের অভ্যন্তরীণ বিষয়—এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত স্পষ্ট করে বলেন, ‘বাংলাদেশে জাতীয় সরকার গঠিত হবে কি না, কিংবা জাতীয় নির্বাচন কবে হবে—এগুলো পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এতে চীনের কোনো মন্তব্য করার সুযোগ নেই।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন। 

বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।