কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব মো. আ. মান্নানকে নিয়োগ দিয়েছে সরকার। অন্যদিকে কক্সবাজারের ডিসি মোহাম্মদ সালাহ্উদ্দিনকে জাতীয় বেতন কমিশনে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে।
সোমবার ( ১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরেক প্রজ্ঞাপনে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদকে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও মাদারীপুরের জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তারকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।