ব্যাডমিন্টন খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ২৫ বছর বয়সী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রবিবার সন্ধ্যায় ভারতের হায়দ্রাবাদের নাগোল স্টেডিয়ামে এই ঘটনাটি ঘটে। ওই যুবকের নাম গুন্ডলা রাকেশ।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গুন্ডলা রাকেশ হায়দ্রাবাদের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় তিনি বন্ধুদের সাথে নাগোল স্টেডিয়ামে ব্যাডমিন্টনের ডাবলস ম্যাচ খেলছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা চলাকালীন রাকেশ ছিলেন অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল। একটি শাটলকক মাটি থেকে তোলার জন্য তিনি যেই নিচু হয়েছিলেন, ঠিক তখনই হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন।
স্টেডিয়ামে উপস্থিত অন্য খেলোয়াড়রা দ্রুত তার কাছে ছুটে যান। তারা ডাকাডাকি করে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন এবং সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেন।
কিন্তু কোনো কিছুতেই রাকেশের জ্ঞান ফেরেনি। দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে অনেকেই মর্মাহত। ভিডিওতে দেখা যায়, রাকেশ খেলায় অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন এবং সক্রিয় রয়েছেন।
তার এমন আকস্মিক মৃত্যু সবাইকে হতবাক করে দিয়েছে। তা দেখে অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।