ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

অভিষেক আসরেই ফাইনালে জিনাত ফেরদৌস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০১:২৯ পিএম
সেমিফাইনালে আয়শাকে হারিয়েছেন জিনাত। ছবি- সংগৃহীত

প্রথমবারের মতো জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েই ফাইনাল নিশ্চিত করে চমক দেখিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস।

৫২ কেজি ওজন শ্রেণিতে প্রতিপক্ষকে সহজেই হারিয়ে শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন এই প্রতিভাবান বক্সার।

জাতীয় চ্যাম্পিয়নশিপে বাই পেয়ে সরাসরি সেমিফাইনালে উঠেছিলেন জিনাত। এরপর শেষ চারের লড়াইয়ে তার কাছে একেবারেই পাত্তা পাননি প্রতিপক্ষ আয়শা খাতুন। 

আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখিয়ে তিনি সহজেই ফাইনালের টিকিট নিশ্চিত করেন।

জাতীয় চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম অংশ নিলেও, বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক আসরে আগেই নিজের সক্ষমতা প্রমাণ করেছেন জিনাত। 

দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক বক্সিংয়ে এবং পর্তুগালে ব্রাগা ওপেন বক্সিংয়ে তিনি স্বর্ণপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন। 

এছাড়া, পোল্যান্ডে আরেকটি আন্তর্জাতিক আসরে ব্রোঞ্জ পদকও রয়েছে তার ঝুলিতে। ২০২৩ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসেও লাল-সবুজের প্রতিনিধিত্ব করেন আমেরিকা প্রবাসী এই বক্সার।

৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালে জিনাতের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। তবে ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে তার অভিজ্ঞতা ও সাফল্য তাকে এই ফাইনালের ফেভারিট হিসেবে দাঁড় করিয়েছে।