ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

বাসার জানালার গ্রিলে ঝুলছিল চবি ছাত্রীর নিথর দেহ

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৭:৩৩ পিএম
শিক্ষার্থী লাবিবা লামিয়া।

নিজ ভাড়াবাসায় রুমের জানালার গ্রিলে ঝুলন্ত অবস্থায় থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী লাবিবা লামিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

সহপাঠীদের দাবি, অ্যাকাডেমিক ফলাফল নিয়ে ডিপ্রেশনে ছিলেন লামিয়া। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেত্রীও ছিলেন।

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ল্যাবরেটরি স্কুলের সামনের বাসায় এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টায় তার বাসার গৃহকর্মী রুম ঝাড়ু দিতে গেলে লামিয়াকে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা বাবা-মা তার মরদেহ নামিয়ে নিচে রাখেন।

প্রথম বর্ষের পরীক্ষায় ছয়টি কোর্সে অকৃতকার্য হয়ে ‘ড্রপ আউট’ হওয়ায় লামিয়া ‘মানসিক চাপে’ ছিলেন বলে জানা গেছে।

সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন জানান, খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছে।

হাটহাজারী থানার ওসি কাওসার বলেন, প্রাথমিকভাবে ‘আত্মহত্যা’ মনে হলেও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।