ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

সিলেটে বাবার সাথে অভিমানে কিশোরীর আত্মহত্যা

সিলেট ব্যুরো
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৭:০১ পিএম
প্রতীকী ছবি

সিলেট নগরীতে বাবার সঙ্গে অভিমান করে রেশমা বেগম (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।

শনিবার (২ আগস্ট) সকালে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

রেশমা নগরীর কানিশাইল এলাকার প্রত্যাশা-৬৬, আলিম মিয়ার কলোনির বাসিন্দা ওয়াছির মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে বাবার সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ওসি মো. জিয়াউল হক জানান, ‘মেয়েটি শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে। সে ৩য় শ্রেণীতে পড়তো। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’