ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

এনসিপিতে যোগ দিচ্ছেন আওয়ামী লীগ নেতারা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১০:১৫ এএম
জাতীয় নাগরিক পার্টি র(এনসিপি) লোগো। ছবি- সংগৃহীত

গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে আশ্রয় নিচ্ছেন সাবেক আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) নেতারা। এনসিপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিভিন্ন কমিটিতে এসব নেতাদের অন্তর্ভুক্তি নিয়ে দেশজুড়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে শুরু হয়েছে বিতর্কের ঝড়।

গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি এবং ২২ জুন দলটি নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে। নিবন্ধনের সময় তারা ২টি মহানগর, ৩৩টি জেলা ও ১৫০টি উপজেলা কমিটির তথ্য জমা দেয়।

এনসিপির মহানগর, জেলা, উপজেলা কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন বিগত সময়ে আওয়ামী লীগের পদধারী নেতারা। যেখানে জুলাই হত্যা মামলার আসামিও রয়েছেন। এসব নেতা নতুন দলে তার অনুসারীদের নিয়ে দলবলে যোগ দেওয়ার ঘটনাও ঘটেছে।

এ ছাড়া বিগত সময়ে আওয়ামী লীগের ছায়ায় রাজনীতি করা জাতীয় পার্টির নেতারাও নতুন দলে স্থান পাচ্ছেন। এনসিপিতে আওয়ামী লীগের এমন এক সময় পুনর্বাসন হচ্ছে যখন জনদাবির মুখে দলটির কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বিষয়টি স্বীকারও করেছেন এনসিপি নেতারা। তবে যাচাই-বাছাইতে এমন তথ্যের সত্যতা পাওয়া গেলে ওসব নেতাকে দলের কমিটি থেকে বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা। 

সর্বশেষ তথ্য অনুযায়ী, এনসিপির রয়েছে ৪টি মহানগর, ৪০টি জেলা এবং ১৭৩টি উপজেলা কমিটি। এসব কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বিভিন্ন সময় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাকর্মীরা, এমনকি রয়েছে হত্যা মামলার আসামির নামও। যেটি গণমাধ্যমে প্রকাশিতও হয়েছে। 

লালপুরে সাবেক কৃষক লীগ নেতা এনসিপিতে

নাটোরের লালপুরে এনসিপির উপজেলা কমিটিতে সাবেক কৃষক লীগ নেতা হুমায়ুন কবির ও সাবেক জাপা নেতা রবিউল ইসলাম রান্টু গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। এ বিষয়ে মানবজমিনে সংবাদ প্রকাশের পর স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা শুরু হয়।

হবিগঞ্জে হত্যা মামলার আসামি এনসিপি কমিটিতে

হবিগঞ্জে এনসিপির সমন্বয় কমিটিতে স্থান পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে হত্যা মামলার এক আসামি মাহবুবুর রহমান চৌধুরী নোমান। একই কমিটিতে রয়েছেন সাবেক যুবলীগ নেতা নাসির উদ্দিন, যার নামে রয়েছে চাঁদাবাজির অভিযোগ।

জামালপুর এনসিপি’র কমিটিতে আওয়ামী লীগ নেতা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে আওয়ামী লীগ নেতাকে পদ দেওয়া হয়েছে। এ নিয়ে উপজেলাজুড়ে সমালোচনা শুরু হয়েছে। কমিটিতে আওয়ামী লীগ নেতা মো. তৌহিদুজ্জামান তৌহিদকে করা হয়েছে যুগ্ম সমন্বয়কারী। আওয়ামী লীগ নেতা মো. তৌহিদুজ্জামান তৌহিদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থীর দায়িত্বেও ছিলেন। 

দিনাজপুরে এনসিপির কমিটিতে যুবলীগ নেতা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয়ক কমিটিতে স্থান পেয়েছেন ওমর ফারুক চৌধুরী নামে এক যুবলীগ নেতা। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। ১৫ই জুন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত ১৭ সদস্যবিশিষ্ট একটি সমন্বয়ক কমিটি অনুমোদন করা হয়। সমন্বয় কমিটিতে সদস্য পদে ৯ নম্বরে নাম রয়েছেন ওমর ফারুক চৌধুরীর। যিনি সাবেক ছাত্রলীগ নেতা, উপজেলা তথ্য প্রযুক্তি লীগের সদস্য ও ইসবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতা এনসিপিতে

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটিতে যুগ্ম সমন্বয়কারী পদ পেয়েছেন আসাদুজ্জামান আলী নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতা। তিনি কুমারখালী পৌর শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পদ পাওয়ার পর বেপরোয়া হয়ে ওঠেন আসাদুজ্জামান আলী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মামলা বাণিজ্য, শেল্টার বাণিজ্য, ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও অপকর্মের অভিযোগ রয়েছে। 

এনসিপিতে দফায় দফায় দলবদল

জামালপুরের মাজহারুল ইসলাম মিন্টু মাত্র ১০ মাসে যুবলীগ, গণঅধিকার পরিষদ ও জিসাস ঘুরে এখন এনসিপির নেতার পদে। একই জেলার মাদারগঞ্জ থেকে এক আওয়ামী লীগ নেতা যুবলীগের দায়িত্ব থেকে সরাসরি এনসিপিতে যোগ দিয়েছেন শতাধিক অনুসারী নিয়ে।

নওগাঁয় নির্বাচন হারার পর এনসিপিতে

নওগাঁর রাণীনগরের গোলাম রাব্বানী, যিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে জামানত হারান, তিনিও গণঅধিকার পরিষদের পর এনসিপিতে যোগ দিয়েছেন।

ফরিদপুরে বিতর্কিত ঠিকাদারের আত্মীয় এনসিপির প্রধান সমন্বয়ক

ফরিদপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রীর কন্যা সৈয়দা নীলিমা দোলা এনসিপির প্রধান সমন্বয়ক হওয়ায় সমালোচনার মুখে পড়েছে দলটি। তার মামা ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি ও অভিযোগের মুখে থাকা ঠিকাদার গোলাম মোহাম্মদ নাসির।

মৌলভীবাজারে নেতাদের অবাঞ্ছিত ঘোষণা

মৌলভীবাজারে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ-কে অবাঞ্ছিত ঘোষণা করে মানববন্ধন করেছে ছাত্র-জনতা। অভিযোগ, তিনি আওয়ামী লীগ নেতাদের দলে পুনর্বাসন করছেন।

দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মুশফিক-উস-সালেহিন বলেন, আমরা যখনই জানতে পারছি কারও আওয়ামী লীগের অতীত রয়েছে, তখনই তাকে কমিটি থেকে বাদ দিচ্ছি। ছবি থাকলে সেটি কোনো প্রমাণ নয়; কিন্তু পদধারী কেউ থাকলে, অথবা নিপীড়নের অভিযোগ থাকলে, তাকে দলে রাখা হচ্ছে না।

তিনি জানান, দলের ভেতরে এবং বাইরে থেকে আসা অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের একচ্ছত্র নিয়ন্ত্রণ গড়ে উঠেছিল। এখন দলটির পতনের পর সেই নেতাদের অনেকে নতুন রাজনৈতিক ঠিকানার সন্ধানে রয়েছেন। তবে গণ-আন্দোলনকেন্দ্রিক একটি দল হিসেবে এনসিপিতে তাদের অন্তর্ভুক্তি প্রশ্নবিদ্ধ করছে আন্দোলনের নৈতিক অবস্থান।