বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১০:৫৩ পিএম

গণভোটে প্রশ্ন, গণপরিষদেই অটল এনসিপি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১০:৫৩ পিএম

এনসিপির লোগো। ছবি- সংগৃহীত

এনসিপির লোগো। ছবি- সংগৃহীত

গণভোট নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাদের মতে, জুলাই সনদ বাস্তবায়নের সেরা উপায় হলো গণপরিষদ গঠন। এনসিপি বলছে, সাংবিধানিক আদেশ ও নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব নতুন হলেও এতে অনেক প্রশ্ন রয়েছে। তাই এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই তারা মতামত দেবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

তিনি বলেন, কমিশনের পক্ষ থেকে সাংবিধানিক আদেশ ও গণভোটের প্রস্তাব দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ নতুন বিষয়। আগে গণমাধ্যমে আলোচনা হলেও কমিশনের আলোচনায় আনুষ্ঠানিকভাবে এটি এবারই প্রথম উঠেছে।

সারোয়ার তুষার বলেন, ‘প্রস্তাবটির বাস্তবায়ন নিয়ে অনেক প্রশ্ন আছে, বিশেষ করে সাংবিধানিক আদেশ জারি হলে বর্তমান সংবিধানের অবস্থান কী হবে তা স্পষ্ট নয়। এ কারণে দলীয় ফোরামে আলোচনা করে এবং লিগ্যাল এক্সপার্টদের পরামর্শ নিয়েই এনসিপি আনুষ্ঠানিক মত দেবে।’

এনসিপি নেতা বলেন, ‘গণপরিষদের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নই সবচেয়ে উত্তম সমাধান। নির্বাচনের মধ্য দিয়ে যারা আসবেন, তারা একই সঙ্গে সংসদ ও গণপরিষদ গঠন করবেন। এই সহজ পদ্ধতি ছাড়া অন্য যেকোনো প্রস্তাবেই জটিলতা ও ত্রুটি থেকে যাবে।’

তিনি আরও যোগ করেন, ‘কমিশনের প্রস্তাবটি একেবারেই নতুন। সবাই এ ব্যাপারে আশ্বস্ত নন। তাই এ নিয়ে আরও বিস্তারিত আলোচনা জরুরি। তবে গণপরিষদ কাম পার্লামেন্টের যে প্রস্তাব আমরা দিয়েছি, সেটিতেই আমাদের অবস্থান অটল।’

Link copied!