নির্বাচনের সময় প্রশাসন ও পুলিশের ভূমিকা আদৌ নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে রাজনীতিবিদদের মধ্যে উদ্বেগ বেড়েই চলছে। এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘প্রশাসন ও পুলিশ ‘কেবলমাত্র পরিবর্তন’ করেছে। ক্ষমতায় বা ক্ষমতার কাছে থাকলেই তারা সেই পক্ষের সঙ্গে কাজ করে।’
শনিবার (২৫ অক্টোবর) ‘নির্বাচন ভাবনা’ নামক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এ সময় প্রশাসনের ওপর পূর্ণ আস্থা রাখতে না পারায় কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
নির্বাচনের প্রচারণায় অর্থের অসামঞ্জস্য নিয়েও চিন্তা ব্যক্ত করে হাসনাত বলেন, ‘আমার আসনে গত নির্বাচনে জয়ী প্রার্থী ১২৬ কোটি টাকা খরচ করেছে। আর হেরে যাওয়া প্রার্থীও ৭০ কোটি টাকা খরচ করেছে। আমি তো ৭০ লাখ টাকাও খরচ করতে পারব না।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন