বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪, ০২:৪৬ পিএম

দ্রুত নির্বাচনের তারিখ রোডম্যাপ ঘোষণা করুন: দুদু

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪, ০২:৪৬ পিএম

ছবি, রূপালী বাংলাদেশ

ছবি, রূপালী বাংলাদেশ

ঢাকা: অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা আপনাদেরকে পরশপাথর মনে করি। আপনারা নিজেদেরকে পরশপাথর মনে করেন কিনা? যদি মনে করেন তাহলে নির্বাচনের তারিখ রোডম্যাপ ঘোষণা করেন। নির্বাচনের রোডম্যাপ যত তাড়াতাড়ি ঘোষণা করবেন নাগরিক প্রত্যাশা ততো তাড়াতাড়ি পূরণ হবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জিয়া প্রজন্ম দল এর উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ভাবা যায়; একটা দেশের প্রধানমন্ত্রী ১৫ বছর ধরে দখল করে বসেছিল। সে দেশ থেকে পালিয়েছে। তার মন্ত্রী, এমপি, প্রধান বিচারপতি পালিয়েছে। আমার মনে হয় পৃথিবীতে এরকম নজির আর কোথাও নাই। তারা এমন কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছিল যে তাদেরকে পালিয়ে যাওয়া ছাড়া বাঁচার আর কোন পথ ছিল না।

সেনাপ্রধানের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যে ৬০০ জন আশ্রয় দিয়েছিলেন। তারা কারা? তারা কোথায় গেল? তাদের তালিকা প্রকাশ করুন।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, এখন গুরুত্বপূর্ণ হচ্ছে এটি ভালো নির্বাচনের। দেশের জনগণ অপেক্ষায় আছে। নির্বাচন কোন দিন হবে। তাই এ সরকারের উচিত যত দূরত্ব নির্বাচনের দিন তারিখ ঠিক করা।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কি কি করবেন যত দূরত্ব সম্ভব করেন। তবে একটি নির্বাচনের দিন তারিখ ঠিক করেন রোডম্যাপ করেন। ভালো নির্বাচন কি করে করতে হয় তা এ দেশের জনগণ ভালো করেই জানে। পুলিশ ঠিক করতে হবে। প্রশাসন ঠিক করতে হবে। এসব তাল বাহানা দেশের জনগণ দেখতে চায় না।

সরকারের উদ্দেশ্যে কৃষকদলের সাবেক এই সাধারণ সম্পাদ আরও বলেন, আমরা আপনাদেরকে পরশপাথর মনে করি। আপনারা নিজেদেরকে পরশপাথর মনে করেন কিনা? যদি মনে করেন তাহলে নির্বাচনের তারিখ রোডম্যাপ ঘোষণা করেন।একটি নির্বাচনের রোডম্যাপ যত তাড়াতাড়ি ঘোষণা করবেন নাগরিক প্রত্যাশা ততো তাড়াতাড়ি পূরণ হবে। এই কাজটা করতে পারলে জাতি আপনাদেরকে স্মরণে রাখবে। ইতিহাসে আপনাদের নাম স্বর্ণ আকারে লেখা থাকবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

আরবি/এস

Shera Lather
Link copied!