জুলাই সনদ বাস্তবায়ন ও তার ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি তুলেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে আবারও ফ্যাসিবাদ জন্ম নিতে পারে এবং দেশ এক মহাদুর্যোগের দিকে ধাবিত হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে জামায়াত পাঁচ দফা দাবি তোলে। দাবিগুলো হলো:
- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন
 - জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু
 - অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত
 - ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা
 - জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
 
গোলাম পরওয়ার বলেন, ‘আমরা বারবার বলেছি, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। এর বাইরে গিয়ে নির্বাচন হলে সেটি গ্রহণযোগ্য হবে না। এখন কেউ কেউ বলছে, সংস্কারের আইনি ভিত্তি দেওয়ার দরকার নেই, পরবর্তী সরকার এলেই করবে। কিন্তু আমরা মনে করি, এ বক্তব্যের মধ্যে সুস্পষ্ট দুরভিসন্ধি আছে।’
তিনি অভিযোগ করেন, সরকার চাপের মুখে শুভঙ্করের ফাঁকির পথে হাঁটছে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশ মহাদুর্যোগের দিকে যাবে। বাংলার মানুষ আর ফ্যাসিবাদ মেনে নেবে না।
এর আগে বিকাল সাড়ে ৪টা থেকে জামায়াতের নেতাকর্মীরা বায়তুল মোকাররম এলাকায় জড়ো হন।
এ ছাড়া আগামী ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) বিভাগীয় শহরে কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে কোন কোন কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন, তা প্রকাশ করেছে দলটি।
তারা হলেন: বরিশাল মহানগর: নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, রংপুর মহানগর: সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগর: সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সিলেট মহানগর: সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ, রাজশাহী মহানগরী: সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল, মোমেনশাহী মহানগরী: সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের ও খুলনা মহানগরী: কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাড. মতিউর রহমান আকন্দ।
        
                            
                                    

-20250916105643.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন