ভারত-পাকিস্তান সীমান্তে যখন উত্তেজনা চরমে থাকা অবস্থায়ই ৭ মে পাকিস্তানের সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায়ে সেনা আদালতে বেসামরিক নাগরিকদের বিচারকে বৈধ ঘোষণা করে।
এই রায় কার্যত সেনাবাহিনীর ক্ষমতা ও নিয়ন্ত্রণকে আরও জোরালো করল-বিশেষত এমন এক সময়ে, যখন অভ্যন্তরীণ অসন্তোষ ও প্রতিবাদ সামাল দিতে হিমশিম খাচ্ছেন আসিম মুনির। এই রায়ে পাকিস্তানের সেনাপ্রধান আস পেলেন আইনি ‘ঢাল’
২০২৩ সালের অক্টোবরে সুপ্রিম কোর্ট এক রায়ে সেনা আদালতে বেসামরিকদের বিচারকে ‘অসাংবিধানিক’ বলেছিল। সেই রায় এবার সাত সদস্যের সাংবিধানিক বেঞ্চে ৫-২ ভোটে বাতিল হলো। যার ফলে গত বছর ৯ মে ইমরান খানের গ্রেপ্তারকে কেন্দ্র করে সেনা স্থাপনায় হামলার ঘটনায় অভিযুক্ত বেসামরিকদের সেনা আদালতে বিচার সম্ভব হবে।
একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি গুরুত্বপূর্ণ ধারা ফের কার্যকর করে পাকিস্তান আর্মি অ্যাক্টের ক্ষমতা বাড়ানো হয়েছে। পিটিআই দাবি করেছে, ওই ঘটনার পর দলটির প্রায় এক হাজার কর্মীকে গ্রেপ্তার করা হয়।
অনেককে তুলে নেওয়া হয় কোনো প্রমাণ ছাড়াই। তারা এই রায়কে বলছে ‘অস্ত্রায়িত রায়’। দলের নেতা ওমর আইয়ুব বলেন, ‘এই রায় এমন দিনে এলো, যেদিন তথাকথিত সরকার ও সামরিক প্রতিষ্ঠান ‘‘জাতীয় সংহতি’’ গড়ার কথা বলছে।’
পিটিআইয়ের সিন্ধু প্রদেশের প্রধান হালিম আদিল শেখ বলেন, ‘যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই রায়ের প্রকাশ শুধুই অন্যায় ঢাকার কৌশল।’ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল কমিশন অব জুরিস্টস-এর দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা রীনা ওমর এক্সে লেখেন, ‘এই রায় ভয়াবহ, তবে অনুমেয়। দেশের সর্বোচ্চ আদালত বিচারব্যবস্থার সামরিকীকরণে যে সায় দিচ্ছে, তা দুর্ভাগ্যজনক।’
এই রায় এমন এক সময়ে এলো, যখন কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। আসিম মুনির এই সুযোগে আবারও ‘দ্বি-জাতি তত্ত্ব’-এর কথা টেনে হিন্দু ও ভারতের বিরুদ্ধে আগ্রাসী বক্তব্য দিয়েছেন। কাশ্মীরকে পাকিস্তানের ‘জগুলার ভেইন’ বলে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, ‘যেকোনো ভারতীয় আগ্রাসন কঠোরভাবে প্রতিহত করা হবে।’
বিশ্লেষকেরা বলছেন, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছে। এই অবস্থায় সুপ্রিম কোর্টের রায় আসিম মুনিরের হাতে তুলে দিল এক নতুন ‘আইনি অস্ত্র’। অভ্যন্তরীণ অস্থিরতা সামাল দিতে এটি এখন তাঁর সবচেয়ে বড় ভরসা হতে পারে।
আপনার মতামত লিখুন :