দ্বীন প্রতিষ্ঠায় আলেম সমাজকে এগিয়ে আসতে হবে: সেলিম উদ্দিন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০৭:১৪ পিএম

দ্বীন প্রতিষ্ঠায় আলেম সমাজকে এগিয়ে আসতে হবে: সেলিম উদ্দিন

ছবি, রূপালী বাংলাদেশ

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন,সাধারন মানুষের মাঝে আল্লাহর দ্বীনের সঠিক ব্যাখ্যা বুঝিয়ে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে  আলেম-ওলামাদের ভূমিকা রাখার আহবান জানাচ্ছি।

তিনি মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর পূর্ব থানার পীরেরবাগ পশ্চিম সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে ওলামাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, আল্লাহ রাব্বুল আলামীন রাসুল (সা.) কে হেদায়াত ও সত্য দ্বীন সহকারে প্রেরণ করেছিলেন অন্যসব বাতিল দ্বীনের উপর ইসলামকে বিজয়ী করার জন্য। তাই আমাদের প্রত্যেকের উপর দ্বীন কায়েমের প্রচেষ্টা করা ফরজ বা অত্যাবশ্যক। এতে কোনো মতবিরোধ করার সুযোগ নেই। দ্বীন প্রতিষ্ঠায় আলেম সমাজকে এগিয়ে এসে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।


বিশেষে অতিথি  ছিলেন মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারী ও কাফরুল জোন পরিচালক ডা.ফখরুদ্দিন মানিক। সাইফুল ইসলামের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন থানা আমীর মোহাম্মদ শাহ আলম তুহিনের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর আনিসুর রহমান, ওয়ার্ড সভাপতি মাহবুব কবির প্রমুখ।

আরবি/এস

Link copied!