ইসরায়েলের হাইফা বন্দরে হামলার হুমকি দিয়েছে হুতি গোষ্ঠী। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এই হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।
সোমবার (১৯ মে) ইয়েমেনের রাজধানী সানা থেকে বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেস জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ‘নৌ অবরোধের অংশ’ হিসেবে হাইফা বন্দরকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়েহিয়া সারি।
মুখপাত্র বলেন, ‘হাইফা বন্দর হয়ে যাতায়তকারী সব জাহাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আমরা সতর্ক করেছি। আমাদের প্রতিরোধ অভিযান হাইফা বন্দরসহ অন্যান্য অঞ্চলেও বিস্তৃত হবে।
তিনি আরও জানান, গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের জবাবে নেওয়া হচ্ছে এই পদক্ষেপ। ইসরায়েল আগ্রাসন বন্ধ সাপেক্ষে তাদের প্রতিরোধ থামানোর কথা জানান তিনি।
এদিকে নতুন করে হামলা জোরদার করে সোমবার সকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ‘তার দেশ গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেবে।’ একই দিনে ইসরায়েলের নতুন হামলায় বহু মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।