ঢাকা বুধবার, ২১ মে, ২০২৫

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে কমল ম্যাচ সংখ্যা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ২০, ২০২৫, ০৪:০৬ পিএম
বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। যদিও সিরিজের পূর্ণাঙ্গ সূচি এখনো চূড়ান্ত হয়নি, তবে পাকিস্তানের গণমাধ্যম থেকে এই তথ্য জানা গেছে।

ফরম্যাট পরিবর্তন ও কারণ

পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে উভয় দলের সম্মতিতে টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিরিজ নিয়ে অনিশ্চয়তা ও নতুন করে সূচি

চলতি মাসের ২৫ তারিখ থেকে পাকিস্তানের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও ভারত-পাকিস্তান সংঘাতের কারণে সিরিজটি অনিশ্চয়তার মুখে পড়েছিল।

পরবর্তীতে যুদ্ধবিরতি কার্যকর হলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নতুন করে পরিবর্তিত সূচি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাঠায়। পাকিস্তানের অন্তর্বর্তী সরকারের 'সবুজ সংকেত' পাওয়ার পর বিসিবিও এতে সম্মতি জানিয়েছে।

সিরিজে ম্যাচের সংখ্যা কমেছে

প্রাথমিকভাবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও দুবাইয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীনের মধ্যে বৈঠকের পর তিন ম্যাচের সিরিজে খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

পিএসএল ফাইনালের পর সিরিজ

আগামী ২৫ মে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল অনুষ্ঠিত হবে। এরপরই বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। 

এদিকে, বাংলাদেশ দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ব্যস্ত সময় পার করছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লিটন দাসের দলের দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা থাকলেও বিসিবির অনুরোধে আরও একটি ম্যাচ বাড়ানো হয়েছে। 

তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচটি আগামী ২১ মে অনুষ্ঠিত হবে।