সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০২৬ সালে রমজান শুরু হতে পারে ফেব্রুয়ারির ১৯ তারিখে। রোজার পবিত্র মাস শেষ হলে মুসলিম উম্মাহ ২১ মার্চ, শনিবার উদযাপন করবে ঈদুল ফিতর।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আল-আরাবিয়া টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান এই তথ্য দেন।
তিনি বলেন, ‘১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ দেখা যাবে ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার। তবে সেদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পর চাঁদ অস্ত যাবে বলে খালি চোখে দেখা সম্ভব হবে না। তাই রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।’
তিনি আরও জানান, জ্যোতির্বৈজ্ঞানিক হিসেবে ২০ মার্চ শুক্রবার হবে শাওয়ালের প্রথম দিন, অর্থাৎ সেদিনই মুসলমানরা উদযাপন করবেন ঈদুল ফিতর।
বিশেষজ্ঞদের হিসেবে, রমজান মাসের শুরুতে মধ্যপ্রাচ্যের দেশগুলো- যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর ও কুয়েত এ দৈনিক রোজার সময় হবে প্রায় ১২ ঘণ্টা, যা মাসের শেষদিকে বেড়ে ১৩ ঘণ্টা পর্যন্ত পৌঁছাবে।
আল-আরাবিয়া জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ১৮ ফেব্রুয়ারি বৈঠকে বসবে। যদিও দেশটি প্রায়ই নিজেদের সরকারি ‘উম আল-কুরা ক্যালেন্ডার’ অনুযায়ী রমজান ও ঈদের তারিখ ঘোষণা করে থাকে।
সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রোজা ও ঈদ পালিত হয়। সেই হিসেবে বাংলাদেশে ২০২৬ সালের ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে ২১ মার্চ, শনিবার।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন