ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

আজ কোয়ালিফায়ারে মুখোমুখি পাঞ্জাব-বেঙ্গালুরু, ফাইনালে কে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ২৯, ২০২৫, ০৪:৫৮ পিএম
প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ছবি : সংগৃহীত

আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফ পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

এবারের আইপিএলে এই দুই দলই ধারাবাহিক পারফর্মেন্সের মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই স্থানে নিজেদের জায়গা করে নিয়েছে। আজকের ম্যাচে যেই দল জিতবে, তারা সরাসরি ফাইনালে চলে যাবে।

আর পরাজিত দল আরও একটি সুযোগ পাবে ফাইনালে যাওয়ার। এই ম্যাচে একাধিক তারকা খেলোয়াড়ের দিকে নজর থাকবে। দুই দলেই রয়েছে তারকার ছড়াছড়ি।

বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অর্শদীপ সিং, রজত পতিদার-এর মতো তারকারা যেমন রয়েছেন, তেমনি গত ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা জিতেশ শর্মাও নজর কাড়বেন।

প্রতিটি খেলোয়াড়ই একে অপরের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত। এই ২২ গজের লড়াইয়ে শেষ হাসি হাসবেন কোন ১১ জন, সেটাই এখন দেখার বিষয়।

দুই দলের সম্ভাব্য একাদশ দেখে নিন

পাঞ্জাব কিংস প্রথম ব্যাটিংয়ের ক্ষেত্রে: প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং, শ্রেয়স আইয়ার, জশ ইংলিশ, নেহাল ওয়াধেরা, মার্কোস স্টোইনিস, শশাঙ্ক সিং, মার্কো জেনসেন, হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং, জ়েভিয়ার বার্টলেট।

প্রথম বোলিংয়ের ক্ষেত্রে: প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার, জশ ইংলিশ, নেহাল ওয়াধেরা, মার্কোস স্টোইনিস, শশাঙ্ক সিং, মার্কো জেনসেন, হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং, জ়েভিয়ার বার্টলেট, যুজ়বেন্দ্র চাহাল।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথম ব্যাটিংয়ের ক্ষেত্রে: ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পতিদার, মায়াঙ্ক আগরওয়াল, জিতেশ শর্মা, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, লুঙ্গি এনগিডি, যশ দয়াল।

প্রথম বোলিংয়ের ক্ষেত্রে: ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পতিদার, জিতেশ শর্মা, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, লুঙ্গি এনগিডি, যশ দয়াল, সূয়শ শর্মা।