ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

নতুন মৌসুমের সূচি ও টিকিট বিতর্ক নিয়ে জরুরি বৈঠক বাফুফের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ২৯, ২০২৫, ০১:১৪ পিএম
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে। জাতীয় দলের ব্যস্ততা শুরুর সময় ঘরোয়া ফুটবলের চলতি মৌসুম শেষ হচ্ছে আজ। দুই দিন পরই শুরু হবে নতুন মৌসুম। 

আজ বিকেলে পেশাদার লিগ কমিটি আসন্ন মৌসুমের সূচি ও পরিকল্পনা চূড়ান্ত করতে বৈঠকে বসছে।

একই সাথে, ফেডারেশনের নির্বাহী কমিটির জরুরি সভায় এশিয়ান কাপ বাছাই ম্যাচের টিকিট ইস্যু নিয়ে চলমান বিতর্কও আলোচনায় আসতে পারে।

আজকের এই ব্যস্ত দিনের শুরু হচ্ছে দুপুর ২টায় জাতীয় দল কমিটির সভা দিয়ে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল স্বয়ং এই কমিটির চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন। 

আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্প, বাজেট এবং কোচিং স্টাফসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই সভায় আলোচনা হবে।

এরপর, বিকেল ৩টায় বসবে পেশাদার লিগ কমিটির সভা। এই সভার প্রধান উদ্দেশ্য হলো আসন্ন ফুটবল মৌসুমের জন্য নতুন সূচি ও কর্মপরিকল্পনা তৈরি করা।

উল্লেখ্য, গতকাল বুধবার রাজধানীর অসহনীয় যানজটের কারণে এই সভাটি পিছিয়ে আজ পুনঃনির্ধারণ করা হয়েছে।

পেশাদার লিগ কমিটির প্রস্তাবনা ও সুপারিশগুলো বিকেল ৪টায় শুরু হতে যাওয়া নির্বাহী কমিটির জরুরি সভায় পর্যালোচনা করা হবে।

এই সভায় মূলত আসন্ন লিগের বিষয়গুলো নিয়ে আলোচনা হলেও, ১০ জুনের ম্যাচের টিকিট ইস্যু নিয়ে চলমান বিতর্কও স্থান পেতে পারে। 

ফেডারেশনের মধ্যেই প্রশ্ন উঠেছে, যেখানে নির্বাহী কমিটির সদস্য ও ফুটবলের প্রকৃত স্টেকহোল্ডাররাই পর্যাপ্ত টিকিট পাননি।

সেখানে একটি সামাজিক ক্লাব ও মোবাইল অপারেটর কোম্পানির কাছে টিকিট বিক্রির প্রক্রিয়া ফেডারেশনের স্বার্থ কতটা সংরক্ষণ করেছে।