পবিত্র কাবা বা বাইতুল্লাহ শরিফকে ঘিরে চারদিকে যে বিশাল মসজিদ গড়ে উঠেছে তাকে মসজিদুল হারাম বলা হয়। ইসলামের সবচেয়ে মর্যাদা সম্পন্ন এবং পবিত্র স্থান এটি। যা মুসলমানদের ইবাদতের কেন্দ্র এবং নামাজের কেবলা।
মসজিদুল হারামে প্রবেশের সুন্নত পদ্ধতি-
১. নত চোখে, ভীত মনে মসজিদে প্রবেশ করবেন।
২. মসজিদে প্রবেশের আগে জুতা খুলে নেবেন।
৩. প্রথমে বাম পায়ের জুতা তারপর ডান পায়ের জুতা খুলবেন।
৪. প্রবেশের আগে বিসমিল্লাহ পড়বেন।
৫. দরুদ ও সালাম পড়বেন।
৬. দোয়া পড়বেন।
এই তিনটাকে একত্রে এভাবে পড়া যায়-
بِسْمِ اللهِ وَالصَّلُوةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ اَللّٰهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
(বিসমিল্লাহি ওয়াস্সলাতু ওয়াস্সালামু আলা রসূলিল্লাহি আল্লাহুম্মাফতাহলী আবওয়াবা রহমাতিক।)
৭. যতক্ষণ মসজিদুল হারামে থাকবেন নফল ইতিকাফের নিয়ত করে নেবেন।
৮. মসজিদুল হারামে প্রবেশের পর সামনের দিকে নজর দিলে কালো গিলাফ আচ্ছাদিত আল্লাহর ঘর ‘বাইতুল্লাহ শরীফ’ নজরে আসবে। বাইতুল্লাহ শরীফ প্রথমে নজরে আসলেই তিনবার পড়বেন-
اَللَّهُ أَكْبَرُ لَا إِِلَهَ إِلَّا اللهُ
(আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ)
৯. এই দোয়াটি তিনবার পড়ার পর দাঁড়ানো অবস্থায় বুক পর্যন্ত হাত তুলে আবেগাপ্লুত মনে আল্লাহর কাছে নিজের প্রয়োজন ও চাহিদাগুলো উপস্থাপন করুন। এই সময়টি দোয়া কবুল হওয়ার একটি বিশেষ মুহূর্ত।
এই মুহূর্তে নিম্নোক্ত দোয়া পড়াও মুস্তাহাব-
أَعُوذُ بِرَبِّ الْبَيْتِ مِنَ الدَّيْنِ وَالْفَقْرِ وَمِنْ ضِيْقِ الصَّدْرِ وَعَذَابِ الْقَبْرِ
(আউযু বিরব্বিল বাইতি মিনাদ্দাইনি ওয়াল ফাকরি ওয়ামিন দ্বীকিস্ সদরি ওয়া 'আযাবিল কবরি।)
১০. বায়তুল্লাহ (কাবা শরীফ) প্রথমে নজরে আসার সময় পারলে এ দোয়াটিও পড়তে পারেন-
اَللّٰهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ فَحَيِّنَا رَبَّنَا بِالسَّلَامِ اَللّٰهُمَّ زِدْ هَذَا الْبَيْتَ تَشْرِيفًا وَتَعْظِيمًا وَّتَكْرِيمًا وَّمَهَابَةً، وَزِدْ مَنْ شَرَّفَهُ وَّكَرَّمَهُ مِمَّنْ حَجَّهُ وَاعْتَمَرَهُ تَشْرِيفًا وَّتَكْرِيمًا وَّتَعْظِيمًا وَّبِرًّا
(আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিন্কাস সালামু ফাহাইয়্যিনা রব্বানা বিস সালাম, আল্লাহুম্মা যিদ হাযাল বাইতা তাশরীফাওঁ ওয়া তা'যীমাওঁ ওয়া তাকরীমাওঁ ওয়া মাহাবাহ, ওয়া যিদ মান শাররফাহু ওয়া কাররমাহু মিম্মান হাজ্জাহু ওয়া'তামারাহু তাশরীফাওঁ ওয়া তাকরিমাওঁ ওয়া তা'যীমাওঁ ওয়া বিররা।
আপনার মতামত লিখুন :